জাপানে শিনজো আবের দলের বড় জয়
প্রকাশিত : ১৫:৩০, ১১ জুলাই ২০২২ | আপডেট: ১৫:৩৬, ১১ জুলাই ২০২২
জাপানের উচ্চ কক্ষের নির্বাচনে বড় জয় পেয়েছে শিনজো আবের দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিটি) ও তাদের জোট।
সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করার দুইদিন পরই রোববার জাপানের সংসদের উচ্চকক্ষের ২৬ তম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর উচ্চকক্ষে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তথা এলডিপির সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছিল। দলটিতে দীর্ঘদিন ধরে শিনজ়ো আবের প্রভাব বজায় ছিল।
সকলের ধারণা সত্য প্রমাণ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট নির্বাচনে বিশাল জয় অর্জন করেছে। দলটি জোট শরিক কোমেইতো দলের সাহায্য ছাড়াই শূন্য আসনগুলোর অর্ধেকেরও বেশি জয় করতে সক্ষম হয়।
রোববার রাতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, এমন এক বিজয়ের জন্য তিনি কৃতজ্ঞ। তিনি মহামারি, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং জীবনযাপনের ব্যয় বৃদ্ধি সহ দেশ যেসব বড় সমস্যার মুখোমুখি তা মোকাবিলার অঙ্গীকার করেন। তিনি জাপানের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করার প্রতিজ্ঞা করেন।
ওদিকে, প্রধান বিরোধী শক্তি 'দ্য কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি' তাদের নতুন দলনেতা ইযুমি কেনতার নেতৃত্বে উচ্চ কক্ষে তাদের আসন হারিয়েছে। ইযুমি বলেছেন, “আমাদের দলের সমর্থনের হার এখনও নিম্ন থাকায় আমাদের আরও কাজ করতে হবে এবং পুনরায় সমর্থন অর্জন করতে হবে”।
এসবি/
আরও পড়ুন