ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তাপমাত্রা বাড়ায় যুক্তরাজ্যে সতর্কতা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১২ জুলাই ২০২২

ইংল্যান্ড ও ওয়েলসের বিশাল এলাকা জুড়ে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের (৮৬ ফারেনহাইট) ওপরে উঠে গেছে। এ জন্য বৃটেন সেখানে ‘অত্যধিক তাপ সতর্কতা’ জারি করেছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিশেষত দক্ষিণ ও মধ্য ইংল্যান্ড এবং ওয়েলসে এ সপ্তাহে গরম আবহাওয়া বয়ে যাবে। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে সম্ভাব্য তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

স্পেন ও পর্তুগালের বেশ কয়েকটি এলাকায় দাবদাহ অব্যাহত রয়েছে, সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

এদিকে আবহাওয়া দপ্তরের ডেপুটি চিফ রেবেকা শারবিন জানান, আগামী সপ্তাহের প্রথম পর্যন্ত যুক্তরাজ্যে এই উচ্চ তাপ বজায় থাকবে।

তিনি আরো জানান, রবি-সোমবার নাগাদ দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, বৃটেনের পূর্বাঞ্চলীয় ক্যাম্ব্রিজ বোটানিক গার্ডেনে ২০১৯ সালের ২৫ জুলাই সর্বোচ্চ ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি