ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীলঙ্কায় যেকোনো মূল্যে বিক্ষোভ থামানোর নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ১৩ জুলাই ২০২২ | আপডেট: ১৮:৫০, ১৩ জুলাই ২০২২

শ্রীলঙ্কায় নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার পর শৃঙ্খলা পুনরুদ্ধার করার জন্য পুলিশ ও সেনাবাহিনীকে ‘যা প্রয়োজন তাই করার’ নির্দেশনা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টে হিসেবে দায়িত্ব পাওয়া রনিল বিক্রমাসিংহে।

বুধবার (১৩ জুলাই) টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এমন নির্দেশনা দেন। রনিল বিক্রমাসিংহে বলেন, ‘বিক্ষোভকারীরা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আমার দায়িত্ব পালনে বাঁধা দিতে চায়।’

এদিকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মধ্যে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। তারা দাবি করেন, দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সহযোগী রনিল বিক্রমাসিংহে। তাকেও পদত্যাগ করতে হবে।

এর আগে, রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার। তার আগে, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেন রনিল বিক্রমাসিংহে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি