ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীলঙ্কার পার্লামেন্ট ভবনেও বিক্ষোভ, পুলিশের কাঁদানে গ্যাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ১৩ জুলাই ২০২২

এবারে শ্রীলঙ্কার পার্লামেন্ট ভবন ঘিরে শুরু হয়েছে বিক্ষোভ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। একইসঙ্গে পার্লামেন্ট ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

বুধবার বিকেলে কলম্বো পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে। পাশাপাশি পুলিশের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

বুধবারই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখলে নেন বিক্ষোভকারীরা। কার্যালয়ে অবস্থানও করছেন তারা। তখনও কলম্বোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ার আগে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের ঘোষণা অনুযায়ী, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আনুষ্ঠানিকভাবে নিজেদের পদ থেকে সরে না দাঁড়ানো পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।

যদিও প্রধানমন্ত্রী রনিলকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। এছাড়া প্রেসিডেন্ট গোটাবায়া বুধবারই তার আনুষ্ঠানিক পদত্যাগের চিঠি দেবেন বলেও জানিয়েছেন স্পিকার। যদিও তিনি এরইমধ্যে দেশত্যাগ করেছেন।

চরম অর্থনৈতিক সংকটের পর গত মার্চ থেকে শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত শনিবার শতশত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোটাবায়ার বাসভবনেও ঢুকে পড়েন। এরপর এ দিন রাতেই পদত্যাগের ঘোষণা দেন গোটাবায়া। ঘোষণা অনুযায়ী, বুধবারই তার পদত্যাগের কথা।

মঙ্গলবার দিবাগত রাতে সামরিক প্লেনে করে মালদ্বীপে যান গোটাবায়। ৭৩ বছর বয়সী গোটাবায়া, তার স্ত্রী ও একজন দেহরক্ষীসহ চারজন এবার সিঙ্গাপুরে যেতে চাইছেন। বুধবার যে কোনো সময় মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে রওনা হবেন গোটাবায়া।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি