ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গোটাবায়ার চেয়ারে তার একদা প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ১৩ জুলাই ২০২২ | আপডেট: ২১:৩৩, ১৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার রাজনীতিতে সাজিথ প্রেমাদাসার পরিচয় রাজাপাকসে ভাইদের ‘কট্টর বিরোধী’ হিসেবে। এ বার পলাতক গোটাবায়া রাজাপাকসের ছেড়ে যাওয়া প্রেসিডেন্টের কুর্সিতে সেই সাজিথ প্রেমদাসাকে দেখা দেখা যেতে পারে বলে জল্পনা-কল্পনা শ্রীলঙ্কায়। কারণ সম্প্রতি শ্রীলঙ্কার প্রধান বিরোধীদল এসজেবি নেতা সাজিথ প্রেমাদাসা ঘোষণা দিয়েছেন, গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করলে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন। 

বুধবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে দেশে জরুরি অবস্থা ঘোষণা করার পরেই সে দেশের পার্লামেন্টের স্পিকার জানান, আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হবে। এর পরেই সে দেশের প্রধান বিরোধী দল এসজেবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পদে লড়বেন সাজিথ।

জনরোষ এড়াতে বুধবার ভোরে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটায়া রাজাপাকসে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও ইতিমধ্যেই বিক্ষোভকারীদের নিশানা হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে গোটাবায়া এবং তার দাদা তথা পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পড়ুজানা পার্টি (এসএলপিপি)-র ভোটে জয়ের সম্ভবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।

অন্য দিকে, রনিলের নেতৃত্বাধীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) ২০২১ সালের পার্লামেন্টে ভরাডুবির পর কার্যত প্রান্তিক রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে এসজেবি নেতা সাজিথের জয়ের সম্ভবনা উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সাজিথের বাবা রনসিঙ্ঘে প্রেমদাসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে থাকাকালীন ১৯৯৩ সালে তামিল জঙ্গিগোষ্ঠী এলটিটিই-র মানববোমা হামলায় নিহত হয়েছিলেন।

শ্রীলঙ্কার সংবিধানের ৩৭(১) ধারা অনুযায়ী কার্যনির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী বিক্রমসিঙ্ঘে। ২০ জুলাই হবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন। তবে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘোষণা করলেও কী পদ্ধতিতে তা হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন সে দেশের প্রত্যেক নাগরিক। এত কম সময়ের মধ্যে সেই আয়োজন কার্যত অসম্ভব। এ ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা।

রনিল এবং সাজিথ দীর্ঘ দিন রাজনৈতিক সহযোগী ছিলেন। ২০১৯ সালে প্রেসিডেন্ট ভোটে রনিলের দল ইউএনপির প্রার্থী হিসেবে লড়েই গোটাবায়ার কাছে হেরে যান সাজিথ। ৫২.২৫ শতাংশ ভোট পেয়ে জেতেন গোটাবায়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ ৪১.৯৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। দুই প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান ছিল প্রায় ১৩ লক্ষ। গত বছরের পার্লামেন্ট নির্বাচনের আগে ইউএনপি ছেড়ে নতুন দল এসজেবি গড়েন সাজিথ। ভোটে শ্রীলঙ্কা পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল হয় এসজেবি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি