ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীলঙ্কায় বিক্ষোভের মাঝে ঠোঁটে ঠোট রাখলেন যুগল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ১৪ জুলাই ২০২২

ভাইরাল হওয়া সেই ছবি।

ভাইরাল হওয়া সেই ছবি।

সরকার বিরোধী আন্দোলনে উত্তাল শ্রীলঙ্কা। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে। দ্বীপরাষ্ট্র জুড়ে চলছে সংকটকালীন অবস্থা। আর্থিক মন্দা এমন জায়গায় পৌঁছিয়েছে যে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ।

জায়গায় জায়গায় সরকারের প্রতিনিধিদের কুশপুতুল দাহ করা হচ্ছে। নিত্য দিনের প্রয়োজনে ন্যূনতম খাবার, ওষুধ, জ্বালানি জোগান করতে হিমশিম খাচ্ছেন দেশবাসী। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের প্রাসাদ দখল করে রেখেছেন বিক্ষোভকারীরা। চারিদিকে শুধুই যেন হাহাকার! আর তারই মাঝে জ্বলজ্বল করছে ভালবাসার এক ছবি!

দেশ জুড়ে এমন বিক্ষোভের মাঝেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে এক জুটির চুম্বন দৃশ্য। ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে পিছনে এক রাশ বিক্ষোভকারীর ভিড় আর তারই মাঝে প্রকাশ্যে একে অপরের ঠোঁটে ঠোঁট রেখেছেন এক যুগল। 

চারদিকে এত হিংসা, এত ক্ষোভ, এত হানাহানি আর মাঝে এই ছবি যেন কিছু অন্য কথাই বলছে। যদিও এই ছবি তুলে যুগল আদতে কী বার্তা দিতে চাইছেন তা স্পষ্ট নয়। তবুও নেটাগরিকরা কেউ কেউ বলেছেন, চারদিকে কী চলছে, তার হুঁশ কি আদৌ আছে এই যুগলের? সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি