ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী’র মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ১৫ জুলাই ২০২২ | আপডেট: ০৯:০৪, ১৫ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ জুলাই) ম্যানহাটনে তার নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। 

এদিকে ট্রাম্প তার সাবেক স্ত্রীর মৃত্যুর কথা নিশ্চিত করেন তার প্রতিষ্ঠিত রক্ষণশীল সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ।

সেখানে ট্রাম্প লিখেন, “যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন।”

তিনি আরও লিখেন, “ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক মহিলা ছিলেন। আমার প্রথম তিন সন্তানের মা ছিলো ইভানা।” 

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প বিয়ে করেছেন তিনবার। তিনি পাঁচ সন্তানের জনক। তার প্রথম স্ত্রী চেক মডেল ইভানা। ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ১৯৯৩ সালে তাদের বিয়ে হয়। ম্যাপলসের সঙ্গে তার বিচ্ছেদ হয় ১৯৯৯ সালে। ২০০৫ সালে তৃতীয় বিয়ে করেন ট্রাম্প। স্ত্রী মডেল মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন আমেরিকার ফার্স্ট লেডি ও হোয়াইট হাউস এ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গী।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি