এক সপ্তাহের মধ্যে শ্রীলংকায় নতুন প্রেসিডেন্ট
প্রকাশিত : ১২:৫৫, ১৫ জুলাই ২০২২
আগামী এক সপ্তাহের মধ্যে নতুন প্রেসিডেন্ট পাচ্ছে শ্রীলংকা। দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা এ কথা জানিয়েছেন। একইসঙ্গে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের আনুষ্ঠানিক পদত্যাগের কারণে শনিবার (১৬ জুলাই) পার্লামেন্টের অধিবেশন বসবে বলেও জানান তিনি। খবর ডেইলি মিরর।
দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের আনুষ্ঠানিক পদত্যাগের কারণে শনিবার পার্লমেন্ট বসবে। সংবিধান অনুযায়ী আগামী সাতদিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এই সময় প্রেসিডেন্টের সকল কাজ, দায়িত্ব এবং ক্ষমতার প্রয়োগ করতে পারবেন বিক্রমাসিংহে।
এর আগে, বৃহস্পতিবার (১৪ জুলাই) মালদ্বীপ থেকে পালিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তার পদত্যাগের খবর আসার পর কলম্বোতে আনন্দ মিছিল বের করেন সাধারণ মানুষ।
গত শনিবার গোতাবায়ার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে শ্রীলংকার রাজধানী কলম্বো। পরে গত সোমবার তিনি শ্রীলংকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু তখন কলম্বো বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তার কাগজপত্র ঠিক করে দিতে অস্বীকৃতি জানান।
এরপর মঙ্গলবার মধ্যরাতে স্ত্রী ও দুইজন নিরাপত্তারক্ষীকে নিয়ে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে মালদ্বীপে চলে যান গোতাবায়া। পরে মালদ্বীপের সরকারের প্রতি অনুরোধ জানলে তাকে সিঙ্গাপুর যেতে যেন বিশেষ বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে সৌদি এয়ারলাইন্সের একটি সাধারণ বিমানে করে সিঙ্গাপুর পৌঁছান তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
এসএ/
আরও পড়ুন