ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ভারতে পাওয়া গেল রক্তের বিরল গ্রুপ ‘ইএমএম নেগেটিভ’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১৫ জুলাই ২০২২

ভারতে এক ব্যক্তির শরীরে বিরল একটি রক্তের গ্রুপ পাওয়া গেছে। রক্তের এই গ্রুপের নাম ইএমএম নেগেটিভ। গুজরাটের রাজকোটে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে এই গ্রুপের রক্ত পাওয়া গেছে। ভারতে তিনিই প্রথম এবং বিশ্বে ১১তম ব্যক্তি যার শরীরে এই গ্রুপের রক্ত পাওয়া গেল। তবে এ নিয়ে বিশদ গবেষণা হওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

কয়েকদিন আগে ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়। এ জন্য তার প্রয়োজন হয় অস্ত্রোপচারের। সেই অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে গিয়েই দেখা যায় তার রক্তের গ্রুপ ইএমএম নেগেটিভ।  

এরআগে ওই ব্যক্তির জানা ছিল তার রক্তের গ্রুপ এবি পজিটিভি। তবে এই অস্ত্রোপচারের জন্য তার রক্তের সাথে কারও রক্ত মিলছিল না।  

এই রক্তের গ্রুপের বিষয়ে আহমেদাবাদের প্রথমা নামে একটি ব্লাড ব্যাংকের পরিচালক ড. রিপল শাহ বলেন, রাজকোটের বিভিন্ন ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে কোনো রক্তের সাথেই যখন তার রক্ত মিলছিল না, তখন তারা আহমেদাবাদ আসেন। তবে এখানেও দেখা যায় একই অবস্থা। কোনো রক্তের সাথেই তার রক্ত মিলছিল না। এমনকি তার সন্তানদের সাথেও তার রক্ত মিলছিল না।  

এ কারণে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য তার রক্তের নমুনা প্রথমে পাঠানো হয় সুরাটে, তারপর পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। এরপর জানা যায় তার রক্তে ইএমএম নামে একটি উপাদানের অভাব রয়েছে। 

সাধারণত একজন মানুষের রক্তের প্রতিটি লোহিত কণিকাতেই এ উপাদানটি থাকে। আর ওই ব্যক্তির রক্তে এই ইএমএম না থাকায় কারও রক্তের সাথেই তার রক্তের নমুনা মিলছিল না। এর আগে যেহেতু কখনও ওই ব্যক্তি রক্ত নেননি, তাই বিষয়টি জানা যায়নি। তার আত্মীয়-স্বজনদের মধ্যে কেবলমাত্র তার ভাইয়ের রক্তে একই ধরনের কিছুটা ইঙ্গিত রয়েছে, কিন্তু সেটাও এই একই রক্ত নয়।   

ড. রিপল শাহ আরও বলেন, খুব জরুরি হলে ওই ব্যক্তিকে তার ভাইয়ের রক্তই দেওয়া হতো। কিন্তু তার আগেই অন্যান্য স্বাস্থ্য জটিলতায় ওই ব্যক্তির মৃত্যু হয়। 

ভারতীয় গবেষকরা বলছেন, তারা এখন ওই ব্যক্তির আত্মীয়দের রক্ত পরীক্ষা করে দেখতে চান, কিভাবে ওই ব্যক্তি বা তার ভাইয়ের রক্তে এ পরিবর্তন এসেছে।  

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি