ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মাহিন্দা ও বাসিল দুই ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আউয়াল চৌধুরী

প্রকাশিত : ২১:৩৯, ১৫ জুলাই ২০২২ | আপডেট: ২০:০৪, ১৯ জুলাই ২০২২

ব্যাপক তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার সদ্যসাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশে রয়েছেন তার দুই ভাই মাহিন্দা রাজাপাকসে ও বাসিল রাজাপাকসে। তারা পালানোর আর সুযোগ পাচ্ছেন না।

শ্রীলঙ্কার এ দুই নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। খবর ডেইলি মিররের।   

শুক্রবার (১৫ জুলাই) লঙ্কান সুপ্রিম কোর্ট এক অভ্যন্তরীণ আদেশে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের অনুমতি ছাড়া আগামী ২৮ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কা থেকে বের হতে পারবেন না তারা।

আইনজীবীদের মাধ্যমে দেশত্যাগ না করার বিষয়ে আদালতে মুচলেকা দিয়েছেন মাহিন্দা ও বাসিল। মুচলেকায় তারা অঙ্গীকার করেছেন, তাদের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি হওয়া পর্যন্ত তারা দেশ থেকে পালাবেন না। 

এর আগে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল, ডব্লিউডি লক্ষ্মণ ও সাবেক অর্থসচিব এসআর অ্যাটগালের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি আবেদনের পক্ষে মত দেন।

আবেদনে শ্রীলঙ্কার অর্থনীতিতে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আবেদনকারীদের দাবি, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়ে চলে যেতে পারেন এবং এর ফলে সঠিক তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। একারণে তাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে মনে করে বাদী পক্ষ।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি