যুক্তরাষ্ট্রে ধূলিঝড়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
প্রকাশিত : ০৯:২০, ১৭ জুলাই ২০২২
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে ধূলিঝড়ে ছয়জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকটি যানবাহন নিয়ন্ত্রন হারিয়ে ফেলে, যার ফলে ঘটে সংঘর্ষের মত দুর্ঘটনা। আর তাতেই দুই জন শিশুসহ ৬ জনের মৃত্যু হয়। এতে ২১টি যানবাহন বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আরও আটজন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় ধূলিঝড়টি হানা দেয়।
মন্টানা হাইওয়ে পেট্রোল সার্জেন্ট জে নেলসন বলেন, “আবহাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। হার্ডিনের তিন মাইল (পাঁচ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানা এ ধূলিঝড়ে প্রতি ঘণ্টায় বাতাসের বেগ ছিল ৬০ কিলোমিটার।”
আহতদের সাহায্যের জন্য বিলিংস থেকে অতিরিক্ত অ্যাম্বুলেন্সের জন্য আহ্বান করতে হয়েছে বলেও জানান নেলসন।
তবে মৃতদের পরিচয় ও জীবিতদের বর্তমান অবস্থা এখনো প্রকাশ করা হয়নি।
অঞ্চলটির গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট টুইটারে বলেছেন, “আমি হার্ডিনের কাছে এমন দুর্ঘটনার খবরে গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্থ ও তাদের প্রিয়জনদের জন্য অনুগ্রহ করে প্রার্থনা করুন।”
সূত্রঃ ফক্স ৯
আরএমএ/এমএম
আরও পড়ুন