ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গ্রিসে কার্গো বিমান বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১৭ জুলাই ২০২২

ইউক্রেনের একটি এয়ারলাইন্স দ্বারা পরিচালিত একটি আন্তোনভ: কার্গো বিমান উত্তর গ্রিসের কাভালা শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় কার্গো বিমানটিতে ৮ জন যাত্রী ছিলেন।

শনিবার (১৬ জুলাই) সার্বিয়া থেকে জর্ডান যাবার পথে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায়, বিধ্বস্ত হওয়ার পর দুই ঘণ্টা ধরে আগুনের গোলা দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।

গ্রীক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি সার্বিয়া থেকে জর্ডান যাচ্ছিল। এএন-১২ মূলত একটি সোভিয়েত-নির্মিত টার্বোপ্রপ বিমান, যা কার্গো ক্যারিয়ার মেরিডিয়ান দ্বারা পরিচালিত।

গ্রীসের সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমানটিতে ৮ জন যাত্রী ছিল এবং এটি ১২ টন ওজনের "বিপজ্জনক উপকরণ" বহন করছিল, যার বেশিরভাগই ছিল বিস্ফোরক।

তবে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে এই কার্গো বিমান সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না।

গ্রিসের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে, পাইলট বিমানের একটি ইঞ্জিনে সমস্যা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করতে সক্ষম হয়েছিল এবং তাকে থেসালোনিকি বা কাভালা বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়েছিল। তবে পাইলট কাভালাকেই বেছে নিয়েছিলেন, যা তার কাছাকাছিই ছিল। তবে জরুরী অবতরণের আগেই দুর্ঘটনাটি ঘটে যায়। সূত্র- দ্য গার্ডিয়ান।

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি