ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

আবারও পাকিস্তানে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১৭ জুলাই ২০২২

আরব আমিরাতের শারজাহ থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান রোববার পাকিস্তানে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। করাচিতে জরুরি ভিত্তিতে নামা বিমানটির সব যাত্রী নিরাপদে রয়েছেন।

রোববার (১৭ জুলাই) এ ঘটনা ঘটে। ইন্ডিগো এয়ারলাইনসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এয়ারলাইনসটি জানায়, যাত্রীদের হায়দরাবাদে নিয়ে আসার জন্য করাচিতে একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হবে।

এয়ারলাইনসটির বিবৃতিতে বলা হয়, ইন্ডিগো ফ্লাইট ৬ই-১৪০৬ শারজাহ থেকে হায়দরাবাদে আসার পথে করাচিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে। পাইলট বিমানটিতে কারিগরি ত্রুটি লক্ষ্য করেন। যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয় এবং সতর্কতা হিসেবে বিমানটিকে করাচির দিকে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের হায়দরাবাদে নিয়ে আসার জন্য করাচিতে একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হচ্ছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ইঞ্জিন-২ বা বিমানের ডান ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ার পরে ইন্ডিগো এয়ারবাসটির সতর্কতামূলক জরুরি অবতরণ করে।

এই মাসের শুরুর দিকে ককপিটে ইনডিকেটর লাইটের ত্রুটির কারণে দিল্লি থেকে দুবাই যাওয়ার পথে স্পাইসজেটের একটি বিমানকে পাকিস্তানে জরুরি অবতরণ করেছিল।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি