ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ১৮ জুলাই ২০২২ | আপডেট: ০৯:৪৩, ১৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের একটি মলে বন্দুক হামলায় তিন জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন।  

রবিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ইন্ডিয়ানার গ্রিনউড পার্ক মলের ফুড কোর্টে এই দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পর সন্দেহভাজন ব্যক্তিও মারা গেছে।

গ্রিনউডের পুলিশ প্রধান জিম আইসন জানান, সন্দেহভাজন শ্যুটারের কাছে বেশ কয়েকটি ম্যাগাজিন গোলাবারুদসহ একটি রাইফেল ছিল এবং সে ফুড কোর্টে প্রবেশ করে গুলি শুরু করে।

ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, “রবিবার সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গুলি বর্ষনের অভিজ্ঞতা পেয়েছি। এই সময়ে আমাদের তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে।”

মায়ার্স আরও বলেছেন যে, বন্দুকধারীকে ‘একজন সশস্ত্র ব্যক্তি’ গুলি করে হত্যা করেছে।

এদিকে, গ্রিনউড পুলিশ তাদের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে বলেছে গুলি বর্ষনের সময় প্রত্যক্ষদর্শীদের তথ্যের সঙ্গে তাদের বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বন্দুক সহিংসতা আর্কাইভ অনুসারে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার এটিই সর্বশেষ ঘটনা। সূত্র: এনডিটিভি

আরএমএ/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি