ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ১৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য লোকসভা, রাজ্যসভা ও রাজ্যের বিধানসভা গুলোতে শুরু হয়েছে ভোট দান প্রক্রিয়া।  

সোমবার (১৮ জুলাই) দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনে দুই রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিন্‌হার লড়াইয়ে দেশের প্রায় ৪,৮০০ জন সাংসদ ও বিধায়ক ভোট দেবেন।

২৪ জুলাই মেয়াদ শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। আর ভারতের সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুযায়ী সেই পদ পূরণ করতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৪৮০০ সাংসদ এবং বিধায়ক দেশের পরবর্তী রাষ্ট্রপতি বেছে নেওয়ার জন্য ভোট দেবেন।

ইতোমধ্যেই সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে বুথ। বুথে নিজের ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দ্রৌপদী হলেন বর্তমান শাসক দলের নির্বাচিত প্রতিনিধি। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, তিনি মোট ভোটের অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন। 

অন্য দিকে, বিরোধী দলগুলোর রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিন্‌হা প্রায় রোজই নির্বাচনের প্রচারে নিজের পক্ষে কথা বলেছেন বলে লক্ষ করা গেছে। তৃণমূল বলেছে যশবন্ত যাতে বিরোধীদের পুরো ভোটটিই পান তার ব্যবস্থা করেছে তারা। 

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সাংসদ, বিধায়কদের ব্যালটে ভোট দিতে হয়। জানাতে হয় প্রথম এবং দ্বিতীয় পছন্দও। বেগুলি রঙের কালির পেন দিয়ে ভোট দিতে হবে সাংসদ, বিধায়কদের। তবে সাংসদদের জন্য থাকবে সবুজ ব্যালট পেপার, বিধায়কদের জন্য গোলাপি রঙের।

২১ জুলাই ফল ঘোষণা করা হবে। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। এর পর ৬ অগস্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস

আরএমএ/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি