চীনে আকস্মিক বন্যায় ১২ জনের মৃত্যু
প্রকাশিত : ০৯:০৪, ১৯ জুলাই ২০২২
চীনের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের দুই প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এবং হাজার হাজার মানুষকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
শনিবার (১৬ জুলাই্) প্রবল বৃষ্টি শুরু হওয়ার পর রোববার ভোরেই বন্যা ও ভূমিধস শুরু হয়।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার কারণে কমপক্ষে ছয়জন মারা গেছেন এবং আরও ১২ জন নিখোঁজ রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার পর্যন্ত প্রায় ১,৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর লংনান শহরে আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৩,০০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এই দুই প্রদেশে ৯৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছে চীনের আবহাওয়া দপ্তর। যা জুলাইয়ের গড় থেকে প্রায় দ্বিগুণ।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
আরএমএ
আরও পড়ুন