ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্পেনের নাইটক্লাবে অস্ত্রধারীর হামলায় ৫ জন আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ১৯ জুলাই ২০২২

দক্ষিণ স্পেনের মারবেলায় ওপেন-এয়ার অপিয়াম নাইটক্লাবে বন্ধুক হামলা ও ছুরির আঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন গুরুত্বর অবস্থায় রয়েছেন।

সোমবার (১৮ জুলাই) ভোরে স্পেনের একটি নাইটক্লাবে এই ঘটনা ঘটে। স্পেনের পুলিশ সকালে ঘটনাটি তদন্ত শুরু করে। 

জানা যায়, অভিযুক্ত বন্দুকধারী বেশ কয়েকটি ছুরিকাঘাতে আহত হয়ে কোস্টা ডেল সোল হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে।

একই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া চারজনের মধ্যে দুজন নিবিড় পরিচর্যায় রয়েছেন।

পুলিশ আরও একজন ২৬ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। যিনি বন্ধুকধারীর সঙ্গে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্পেনের স্থানীয় সংবাদপত্র দিয়ারিও এসইউর অনুসারে, গুরুতরভাবে আহতদের মধ্যে একজন হলেন ৩২ বছর বয়সী নারী। তার পেটে এবং পেলভিক অঞ্চলে বন্দুকের গুলি লেগেছে এবং তাকে অস্ত্রোপচার করতে হয়েছে। এখনও তিনি গুরুতর অবস্থায় রয়েছে।

সূত্রঃ এনডিটিভি
আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি