ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

উপনির্বাচনে বিজয়ের পর জাতীয় নির্বাচনের দাবি ইমরান খানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১৯ জুলাই ২০২২

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে নিজ দলের বিজয়ের পর ফের আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

এক টুইট বার্তায় ইমরান খান বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বাইরে অন্য কোনো বিকল্প পথ বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে। 

রোববার পাঞ্জাব প্রদেশে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে বড় জয় পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। সেখানে ২০টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে পিটিআই। 

অন্যদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল পিএমএল-এন জয় পয়েছে মাত্র চারটি আসনে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি