ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উপনির্বাচনে বিজয়ের পর জাতীয় নির্বাচনের দাবি ইমরান খানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে নিজ দলের বিজয়ের পর ফের আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

এক টুইট বার্তায় ইমরান খান বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বাইরে অন্য কোনো বিকল্প পথ বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে। 

রোববার পাঞ্জাব প্রদেশে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে বড় জয় পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। সেখানে ২০টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে পিটিআই। 

অন্যদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল পিএমএল-এন জয় পয়েছে মাত্র চারটি আসনে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি