ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিংহে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ২০ জুলাই ২০২২ | আপডেট: ১৩:৩৭, ২০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্টের এমপিরা তাকে নির্বাচিত করেন।

সাধারণ জনগণের বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ হয়। এই দিনে নির্বাচনে প্রার্থী ছিলেন বর্তমানে প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকা রনিল বিক্রমাসিঙ্ঘে, এসএলপিপির-ই বিদ্রোহী সদস্য ডালাস আলাহাপ্পেরুমা এবং বামপন্থী নেতা আনুরা কুমার দিসানায়েক। 

এর আগে এই লড়াই থেকে সরে যান বিরোদী নেতা সাজিথ প্রেমাদাসা। যে কারণে শেষ পর্যন্ত নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল রনিল ও ডালাস আলাহাপ্পেরুমার মধ্যে। সেই লড়াইয়েই জিতে গেলেন রনিল। 

যদিও আগে থেকেই বিক্ষোভকারীদের দাবি ছিল, গোতাবায়ার মনোনীত রনিলকে কোনও মতেই দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে তারা মেনে নেবেন না। বস্তুত ৭৩ বছরের রনিল বিক্রমসিঙ্ঘেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে গোতাবায়ার দল, এসএলপিপি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি