ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

পেট্রল-ডিজেল রপ্তানিতে শুল্ক কমালো ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২০ জুলাই ২০২২

চলতি মাসের শুরুতেই পেট্রোল ও এটিএফ রপ্তানির ওপর কর ধার্য করেছিলো ভারত সরকার। এবার আন্তর্জাতিক বাজারে দাম কমায় পেট্রল, ডিজেল ও জেট ফুয়েল রপ্তানিতে শুল্ক কমালো দেশটি। 

এক বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি লিটার পেট্রলে ছয় রুপি রপ্তানি শুল্ক বাতিল করা হয়েছে। এছাড়া ডিজেল ও জেট ফুয়েল রপ্তানিতে উইন্ডফল ট্যাক্স লিটারপ্রতি দুই রুপি কমানো হয়েছে।

শুধু তা-ই নয়, স্থানীয়ভাবে উৎপাদিত অপরিশোধিত তেলের শুল্কও টনপ্রতি ২৩ হাজার ২৫০ রুপি থেকে কমিয়ে ১৭ হাজার রুপি করা হয়েছে। ২০ জুলাই থেকেই কার্যকর হয়েছে এসব নিয়ম।

এর আগে ভারতের অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই থেকে পেট্রোল ও এটিএফ রপ্তানির ওপর লিটার প্রতি ৬ রুপি এবং ডিজেল রপ্তানিতে প্রতি লিটারে ১৩ রুপি কর কার্যকর হবে।

এ ছাড়াও, ভারতে উৎপাদিত ক্রুড তেলের ওপর প্রতি টনে ২৩ হাজার ২৫০ টাকা কর ধার্য করা হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রোসনেফট-ভিত্তিক নায়ারা এনার্জির মতো প্রতিষ্ঠানগুলোকে দেশীয় সরবরাহের চেয়ে বিদেশী বাজারকে অগ্রাধিকার দেওয়া থেকে বিরত রাখতে এই রপ্তানি কর।

তবে এরপর বিশ্ববাজারে জ্বালানির দাম অনেকটাই কমে এসেছে। এ কারণে সেসব বাড়তি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি