ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করবে ইডি, কংগ্রেসের বিক্ষোভের ডাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ২১ জুলাই ২০২২ | আপডেট: ০৯:০৪, ২১ জুলাই ২০২২

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে বৃহস্পতিবার জিজ্ঞাসবাদ করবে। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপের মামলায় তাকে এ জিজ্ঞাসাবাদ করা হবে। এর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। 

সোনিয়া গান্ধীকে আগেও এই মামলায় জিজ্ঞাসাবাদের কথা উঠেছে। তবে তিনি করোনা পজিটিভ হওয়ার পর এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরে তা স্থগিত করা হয়। 

জুনের মাঝামাঝি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ইডির সামনে হাজির হওয়ার জন্য আরও সময় চেয়েছিলেন। তবে সে আবেদন উপেক্ষা করে তাকে ২১ জুলাই হাজির হতে বলা হয়। 

এর আগে ইডি সোনিয়ার ছেলে দলের প্রাক্তন প্রধান রাহুল গান্ধীকেও জিজ্ঞাসাবাদ করেছে। সেই সময়ও কংগ্রেস ব্যাপক প্রতিবাদ করেছিল। এই একই মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা টানা পাঁচ দিন ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি