ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আফগানিস্তানে নারী ও সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে: জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ২১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

হঠাৎ করে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং তলেবানের ক্ষমতা দখলের পর ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে আফগানিস্তান। তেমনি তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ।

বুধবার (২০ জুলাই) জাতিসংঘের প্রকাশিত এক রিপোর্ট জানানো হয়েছে, আফগানিস্তানে মহিলা এবং শিশুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়ছে।

ইউনাইটেড নেশনস অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ)-এর প্রকাশিত ওই রিপোর্ট জানিয়েছে, গত ১০ মাসের তালেবান ক্ষমতা দখলের পর সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি হামলা চালিয়েছে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে)। সামগ্রিক ভাবে সন্ত্রাসের শিকার হয়েছেন, ২০১৬ জন। এর মধ্যে ৭০০ জনেরও বেশি নিহত এবং বাকিরা গুরুতর আহত হয়েছেন।

গত ১৫ অগস্ট কাবুলে তালেবানদের ক্ষমতা প্রতিষ্ঠার পরে সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলার ঘটনা প্রকাশ পেয়েছে ওই রিপোর্টে। 

রিপোর্টে আরও উঠে এসেছে জুন মাসে কাবুলের গুরুদ্বারে আইএসকে-র হামলার প্রসঙ্গ। ওই হামলায় এক শিখ ব্যক্তি-সহ দু’জন নিহত হয়েছিলেন। 

রিপোর্ট প্রকাশ করে তালেবান সরাকারের নির্বিচারে গ্রেফতার ও আটক, মেয়েদের মৌলিক অধিকার হরণের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইউএনএএমএ-র প্রধান মার্কোস পটজেল।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি