ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, ৯ জনের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ২১ জুলাই ২০২২

ইন্দোনেশিয়ার একটি দ্বীপের উপকূলে খারাপ আবহাওয়ার কারণে ফেরিডুবির ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। তল্লাশি ও উদ্ধার কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।

সূত্র মতে, ইন্দোনেশিয়ার টার্নেট দ্বীপে খারাপ আবহওয়ার কারণে দ্য কে এম চাহায়া আরাফাহ নামের ফেরিটি উল্টে যায়। এর পর পরই নিখোঁজ ১৩ জনকে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়।

টার্নেট সার্চ এন্ড রেস্কিউ এজেন্সি এক বিবৃতিতে বলেছে, বুধবার সন্ধ্যায় চার এবং এর পরে আরো পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। তবে এখনও চারজন নিখোঁজ রয়েছেন।

ফেরিটি কাছাকাছি হালমাহেরা দ্বীপে যাচ্ছিল। এতে ৭৭ জন যাত্রী ছিল। ৬৪ জনকে জীবিত উদ্ধার করে কাছের একটি গ্রামে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকাজে স্থানীয় গ্রামের বাসিন্দারাও সহযোগিতা করে।

উল্লেখ্য, ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌ দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা।

বিশ্বের গভীরতম হ্রদ সুমাত্রা দ্বীপে ২০১৮ সালে এক ফেরি ডুবির ঘটনায় ১৫০ জনেরও বেশি লোক প্রাণ হারায়। সূত্র- এএফপি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি