ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ব্রাজিলে পুলিশের অভিযানে কমপক্ষে ১৮ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২২ জুলাই ২০২২

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ফাভেলাসের একটি বিস্তীর্ণ কমপ্লেক্সে পুলিশের অভিযানে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) কমপ্লেক্সো দো আলেমাওতে এই ঘটনা ঘটে।

দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানান, পুলিশের অভিযানে মারা যাওয়া ১৮ জনের মধ্যে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং ওই এলাকায় বসবাসকারী একজন মহিলা ছিলেন। বাকী  ১৬ জনকে সংগঠিত অপরাধ গোষ্ঠীর সদস্য বলে মনে করা হয়।

দিনব্যাপী চলা অভিযানে নিজেদের বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। পুলিশ বলছে, সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা নস্যাৎ করতে ও তাদের আটক করার জন্যই এ অভিযান।

গণমাধ্যম সূত্রে জান যায়, রিও ডি জেনিরোর বেসামরিক এবং সামরিক পুলিশের কৌশলগত দলগুলো কার্গো চুরি এবং ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহভাজন একটি দলকে ধরার জন্য ফাভেলাতে এবং এটি আশেপাশের এলাকায় এই অভিযান চালায়।

আরো জানা যায়, এই অভিযানের সময় চারটি বিমান ও ১০টি সাঁজোয়া যানের সহায়তায় প্রায় ৪০০ কর্মকর্তা জড়িত ছিলেন।

তবে রিও ডি জেনিরোর ফাভেলায় এ ধরনের অভিযান অস্বাভাবিক নয়। পুলিশ মাদক পাচারকারী চক্রকে খুঁজে বের করতে প্রায়ই অভিযান চালায় সেখানে।

সূত্রঃ বিবিসি, আলজাজিরা
আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি