ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২২ জুলাই ২০২২

ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় সিরিয়ার তিন সেনা নিহত হয়েছে। এতে আরও সাত জন আহত হয়েছেন। 

শুক্রবার দিনের প্রথম ভাগে ইহুদিবাদী ইসরাইলের সেনারা অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে ইসরাইলের ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার সেনারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

এদিকে, হামলা সম্পর্কে লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় আরো তিন বেসামরিক নাগরিক নিহত এবং ১০ জন আহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি বলেছে, সিরিয়ার বিমানবাহিনীর একটি গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। পাশাপাশি বিমান বাহিনীর অত্যন্ত উচু পর্যায়ের একজন কর্মকর্তার অফিস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিশ্ব সমাজের নীরবতার মধ্যে ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়ার ওপর হামলা চালিয়ে আসছে। ২০১১ সালে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে ইসরাইল। 

বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসীদের পরাজয়ে ভীত হয়ে এই হামলার পথ বেছে নিয়েছে তেলআবিব।
সূত্র: পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি