ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর শপথ নিলেন দিনেশ গুনাবর্ধনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ২২ জুলাই ২০২২ | আপডেট: ১৩:০২, ২২ জুলাই ২০২২

শ্রীলঙ্কার প্রবীণ আইন প্রণেতা দিনেশ গুনাবর্ধনে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার (২২ জুলাই) তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করা দ্বীপরাষ্ট্রটিতে নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার একদিন পর গুনাবর্ধনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

কলম্বোতে বিক্ষোভকারীদের ওপর সেনা সদস্যদের আক্রমণ ও তাদের সরিয়ে দেওয়ার ঘণ্টা কয়েক পর এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জানা যায়, শ্রীলঙ্কায় একযোগে পদত্যাগ করা আগের মন্ত্রিসভাই আবারও শপথ নিতে চলেছে। শুক্রবার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে শপথ নেওয়ার কথা তাদের। জাতীয় সরকার গঠনের আগ পর্যন্ত বহাল থাকবে এই মন্ত্রিসভা এবং পরে তাতে রদবদল আনা হবে।

চরম অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট রাজনৈতিক টানাপোড়েনে একযোগে পদত্যাগ করেন দ্বীপরাষ্ট্রটির মন্ত্রিসভার সব সদস্য। গত ৩ এপ্রিল লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্যই পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী মন্ত্রীদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর ছেলে নামাল রাজাপাকসেও।

এর পরের দিনই নতুন চারজনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া। অর্থমন্ত্রী হিসেবে বাসিল রাজাপাকসের স্থলাভিষিক্ত হন আলি সাবরি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান জিএল পেইরিস। এছাড়া দীনেশ গুনাবর্ধনে শিক্ষামন্ত্রী ও জনস্টন ফার্নান্দো মহাসড়ক মন্ত্রী হিসেবে শপথ নেন।

সেই সময়ও পদত্যাগ করেননি প্রেসিডেন্টের ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা। তবে আন্দোলন ক্রমেই সহিংস হয়ে ওঠায় শেষ পর্যন্ত গত ৯ মে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। এর তিনদিন পরে (১২ মে) শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি