ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

লিবিয়ায় বিদ্রোহী দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ২৩ জুলাই ২০২২

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সশস্ত্র গোষ্ঠী আল-রাদা বাহিনী এবং ত্রিপোলি বিপ্লবী ব্রিগেড মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এই রক্তক্ষয়ী ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

শুক্রবার (২২ জুলাই) ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মাসগুলোতে লিবিয়ার রাজধানীতে আঘাত হানা এটিই সর্বশেষ সহিংসতা।

প্রথমবার ত্রিপোলির পার্কল্যান্ডের একটি এলাকায় মধ্যরাতে বন্দুকযুদ্ধের শব্দ শোনা যায়। যারপর মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সেসময় বেশ কয়েকজন মানুষ ত্রিপোলি বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং কাছাকাছি একটি মেডিকেল সেন্টারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তবে এই ঘটনার পরই শহরের বিভিন্ন এলাকায় বহু সাঁজোয়া যান টহল দিতে দেখা গেছে।

জানা যায়, একটি গ্রুপের একজন যোদ্ধাকে আটক করায় সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, যা রাজধানীর বেশ কয়েকটি জেলা পর্যন্ত বিস্তৃত হয়েছিল।

দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস গণমাধ্যমকে জানিয়েছে, সংঘর্ষে  ১৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক রয়েছে  এবং আহত হয়েছে প্রায় ৩০ জন।
সূত্র: আরব নিউজ
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি