ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ইরানে বন্যায় ২০ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২৩ জুলাই ২০২২ | আপডেট: ১৬:৩৯, ২৩ জুলাই ২০২২

ইরানের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে এবং এখনো ৩ জন নিখোঁজ রয়েছে। 

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ খবর দিয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলিল আব্দুল্লাহির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, শুক্রবার ফার্স প্রদেশের ইস্তাহবান নগরীর কাছের বিভিন্ন শহর ও গ্রামে ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে বন্যাজনিত কারণে এসব মানুষের মৃত্যু ঘটে। 

প্রাদেশিক রেড ক্রিসেন্টের প্রধান হুসেইন দেরভিশি বলেন, ২২টি দল এবং ১২৫ জন লোক দুর্যোগপ্রবণ এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

এদিকে, এই বন্যায় অন্তত ৫১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার্তদের কাছে সাহায্য পৌঁছে দেয়া হচ্ছে বলেও জানান তিনি। সূত্র- এএফপি

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি