ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তাপদাহ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র-কানাডায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ২৩ জুলাই ২০২২

ইউরোপের পশ্চিমাঞ্চলের তীব্র তাপদাহ এখন এগোচ্ছে উত্তরাঞ্চলের দিকে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে ছড়িয়ে পড়েছে তাপদাহ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রার এমন আচরণ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ইউরোপজুড়েই চলছে তীব্র তাপদাহ। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, গ্রিস ও ক্রোয়েশিয়ার মতো দেশগুলো দাবানলে বিপর্যস্ত।

এক বিবৃতিতে ইউরোপে ডব্লিউএইচও'র আঞ্চলিক প্রধান হ্যান্স বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন প্যান-ইউরোপীয় পদক্ষেপ। 

ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটির বিভিন্ন অংশ সবচেয়ে উষ্ণতম দিন পার করছে। ইতোমধ্যে পশ্চিমাঞ্চলীয় শহর নঁতে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এদিকে, তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও পার্শ্ববর্তী দেশের ২শ’ মিলিয়ন মানুষ। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও বোস্টনের পূর্ব উপকূলে। 

তীব্র তাপদাহে কানাডার কুইবেক, অন্টারিও ও নোভা স্কটিয়ায় জারি করা হয়েছে সতর্কতা। শনিবার টরোন্টোতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি