ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কোভিডের উপসর্গ কমেছে, সেরে উঠছেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ২৪ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। করোনার উপসর্গগুলো কমে আসছে। তিনি সেরে উঠছেন।

হোয়াইট হাউসের ডাক্তার শনিবার এ কথা জানিয়েছেন।

এর দুদিন আগে ৭৯ বছর বয়সী বাইডেনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে লেখা এক চিরকূটে ডাক্তার কেভিন ও কন্নর জানান, আইসোলেশানে থাকা বাইডেনের গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, কাশি এবং শরীরে ব্যথার উপসর্গ রয়েছে। কিন্তু এসব উপসর্গের তীব্রতা কমে যাচ্ছে।

বাইডেনের নাড়ি, রক্তচাপ, তাপমাত্রা এবং অক্সিজেনের লেভেল খুবই স্বাভাবিক রয়েছে।

বাইডেনের প্যাক্সিলোভিড ও টেলিনল ঔষধ সেবন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কেভিন আরো জানান, প্রাথমিক অনুসন্ধান থেকে মনে করা হচ্ছে বাইডেন তীব্র সংক্রমণযোগ্য অমিক্রনের উপধরন বিএ.৫ দ্বারা আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।

তিনি করোনাভাইরাসের দুটি ডোজসহ দুবার বুস্টার ডোজও নিয়েছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি