ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ২৫ জুলাই ২০২২ | আপডেট: ১২:১১, ২৫ জুলাই ২০২২

ভারতের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। দেশের ১৫তম রাষ্ট্রপতি হলেন তিনি। এ’দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণার কাছে শপথ নেন নতুন রাষ্ট্রপতি।

সোমবার (২৫ জুলাই) সকালে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সংসদ ভবনে পৌঁছান দ্রৌপদী। তাকে স্বাগত জানান ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, সুপ্রিম প্রধান বিচারপতি এন ভি রমণা এবং লোকসভার স্পিকার ওম বিড়লা।

ভারতের সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহনের পর প্রথম ভাষণ দেন দ্রৌপদী। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া দ্রৌপদী দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। 

প্রথম বক্তব্য তিনি বলেন, ‘সকলের আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে।’ 

তিনি আরও বলেন, “আমিই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি যে ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে। ভারতের নাগরিকদের কাছে আমার আবেদন, স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে।”

“স্বাধীনতার ৫০ বছরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। আর স্বাধীনতার ৭৫ বছরে আমি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পেয়েছি। দেশের রাষ্ট্রপতি হওয়া আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়। এটি ভারতের প্রতিটি দরিদ্র মানুষের প্রাপ্তি। আমার রাষ্ট্রপতি হওয়া প্রমাণ করে যে ভারতের দরিদ্র মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না। সেই স্বপ্ন পূরণও করতে পারেন।”

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে দ্রৌপদী বলেন, “মঙ্গলবার ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস। দিনটি ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতীক। আমি কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের সশস্ত্র বাহিনী এবং দেশের সকল নাগরিককে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।”

দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীসহ দেশটির বিভিন্ন কেন্দ্র ভিত্তিক ও রাজ্য ভিত্তিক দলের প্রধান নেতারা।

আরএমএ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি