ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কেনিয়ায় বাস নদীতে পড়ে ২৪ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২৫ জুলাই ২০২২ | আপডেট: ১৪:২৯, ২৫ জুলাই ২০২২

কেনিয়ার নিথি নদীর সেতু থেকে ৪০ মিটার দূরের গভীর পানিতে পড়ে  একটি বাস ডুবে যায়। এই দুর্ঘটনায় এখন পযর্ন্ত বাসে থাকা ২৪ জন মারা গিয়েছে কলে জানা গেছে। একই ঘটনায় অনেকে গুরুত্বর আহত হয়েছেন এবং নিখোঁজও রয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

রবিবার (২৪ জুলাই) সন্ধ্যার দিকে মডার্ন কোস্ট বাস সার্ভিসের অন্তর্গত বাসটি মেরু শহর থেকে উপকূলীয় শহর মোম্বাসার দিকে যাচ্ছিল যখন এই দুর্ঘটনাটি ঘটে।

রেডক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব আফ্রিকান অঞ্চলের মধ্যে কেনিয়ায় এটি সর্বশেষ বাস দুর্ঘটনা। এই অঞ্চলের রাস্তাঘাট সংকীর্ণ হওয়ায় প্রায়ই ঘটে এ ধরনের ঘটনা। তবে চালকের বেপরোয়া গতির কারণেই এসব দুর্ঘটনা ঘটে বলে দায়ী করে আসছে দেশটির পুলিশ।

এর আগে, গত ৮ জুলাই নাইরোবী থেকে মোমবাসা যাওয়ার পথে বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন প্রাণ হারান।

সূত্রঃ এবিসি নিউজ

আরএমএ

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি