কানাডায় বন্দুক হামলায় নিহত ৩
প্রকাশিত : ০৮:৫৩, ২৬ জুলাই ২০২২
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় বন্দুকধারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) ভোরে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ভ্যাঙ্কুভারের শহরতলী ল্যাংলি শহরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, গোলাগুলির পর দুই পুরুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং অন্য একজন পুরুষ ও নারী আহত হয়েছেন। আহত নারী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, বন্দুকধারীকে আহত অবস্থায় শনাক্ত করা হয়. পরে তার মৃত্যু হয়।
আঞ্চলিক রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বন্দুকধারী একাই হামলা করেছিল কিনা তা নির্ধারণের জন্য আমরা এখনও তদন্ত করছি। তদন্ত চলমান রয়েছে, তবে এখন পর্যন্ত পাওয়া সকল ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে, হামলায় অন্য কেউ জড়িত ছিল না এবং জননিরাপত্তার জন্য এখন আর কোনো হুমকি নেই।’
সূত্রঃ রয়টার্স
আরএমএ
আরও পড়ুন