ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভালোবোধ করছেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২৬ জুলাই ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শারীরিকভাবে খুবই ভালোবোধ করছেন। চলতি সপ্তাহেই তিনি কাজে ফিরবেন বলে জানিয়েছেন। খবর এএফপির।

সম্প্রতি মাইক্রোচিপ প্রস্তুত নিয়ে ব্যবসায়িক নেতা ও কর্মীদের সঙ্গে এ বৈঠকে ভিডিও লিংকে যোগ দেন বাইডেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “আমি খুবই ভালোবোধ করছি।”

বাইডেন আরও জানান, রাতে তাঁর ভালো ঘুম হয়েছে। একটু হেসে তিনি বলেন, পোষা কুকুরদের জন্য তাঁকে সকালবেলাতেই ঘুম থেকে উঠে যেতে হয়েছে।

গত বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হয় বাইডেনের। হোয়াইট হাউসে এর পর থেকে আইসোলেশনে আছেন তিনি। এ সপ্তাহের শেষে কাজে ফিরবেন বলে আশা করেন বাইডেন। যদিও অনলাইনে কাজকর্ম সারছেন তিনি। তবে অন্য সময়ের তুলনায় কাজের চাপ কিছুটা কম নিচ্ছেন।

বাইডেনের চিকিৎসক কেভিন ও কনোর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে একটি স্মারকলিপিতে বলেন, “তাঁর করোনার উপসর্গগুলো এখন নেই বললেই চলে। তাঁর নাকে কিছু প্রদাহ আছে এবং কণ্ঠস্বর ভাঙা আছে।” চিকিৎসক আরও বলেন, “বাইডেনের ফুসফুসের অবস্থা ভালো।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা ভালো। তাঁকে করোনাভাইরাসের সব কটি ডোজের টিকা দেওয়া হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি