ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফের কোভিডে আক্রান্ত হলেন জো বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ৩১ জুলাই ২০২২

জো বাইডেন

জো বাইডেন

Ekushey Television Ltd.

দীর্ঘ ৯ দিন পর গত ২৭ জুলাই কোভিড নেগেটিভ হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর দু’দিন না পেরোতেই আবারও কোভিডে আক্রান্ত হলেন তিনি।

শনিবার (৩০ জুলাই) নতুন করে কোভিড টেস্ট করানো হলে বাইডেনের টেস্টের ফল পজেটিভ আসে। 

এর আগে ২১ জুলাই হোয়াইট হাউস জানিয়েছিল, বাইডেন কোভিডে আক্রান্ত হয়েছেন। এরপর বুধবার (২৭ জুলাই) সকালে তার এন্টিজেন টেস্ট করা হয়। যার ফল নেগেটিভ আসে।

বাইডেনের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ব্যক্তিগত চিকিৎসক ডা. কেভিন ও কনোর এক চিঠিতে জানিয়েছেন যে, নতুন করে বাইডেনের চিকিৎসা করার দরকার নেই। তিনি সুস্থ আছেন। তবে তাকে ‘নিবিড় পর্যবেক্ষণে’ রাখা হবে। আক্রান্তের পর তিনি প্যাক্সলোভিড নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধ সেবন করছেন।

অন্যদিকে, এক টুইটার বার্তায় জো বাইডেন বলেছেন, “তিনি কোভিডের লক্ষণগুলো অনুভব করছেন না। তবে তার চারপাশের সবার সুরক্ষার কথা চিন্তা করে কোয়ারেন্টিনে থাকবেন।”

প্রসঙ্গত, জো বাইডেন কোভিডের পরিপূর্ণ টিকা গ্রহণ করেছেন। এমনকি দুটি বুস্টার ডোজও নিয়েছেন। কোভিড আক্রান্ত হলেও হোয়াইট হাউসে আইসোলেশনে থেকে ভার্চ্যুয়ালি বিভিন্ন বৈঠক ও ব্রিফিংয়ে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি