ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ছড়িয়ে পড়ছে দ্রুত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২ আগস্ট ২০২২ | আপডেট: ১০:৫৩, ২ আগস্ট ২০২২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে ৫১ হাজার একরের বেশি বন পুড়ে গেছে। 

সংবাদমাধ্যমগুলো বলছে, তাপমাত্রা বাড়ায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে। বাড়ানো হয়েছে উদ্ধার কার্যক্রম। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের ম্যাককিনি দাবানলের বিরুদ্ধে লড়াইরত দমকলকর্মীরা গরম, ঝোড়ো বাতাসসহ নানা প্রতিকূল পরিবেশের মুখোমুখি। পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ক্ল্যামাথ জাতীয় অরণ্য। গভর্নর গ্যাভিন নিউসম জানান, দ্রুত ছড়াতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। উত্তরে সিস্কিইউ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

চলতি বছরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এটাই সবচেয়ে বড় দাবানল। চলতি গ্রীষ্মে অঙ্গরাজ্যটি বেশ কয়েকটি দাবানলের সম্মুখীন হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় গত শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেন রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম। এক বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার সৃষ্ট দাবানলে বাড়িঘর পুড়ে গেছে। শুষ্ক পরিবেশ, তীব্র খরা, উচ্চ তাপমাত্রা, বাতাস এবং বজ্রঝড়ের কারণে দাবানল ছড়িয়ে পড়ে তীব্র আকার ধারণ করে।

ক্যালিফোর্নিয়ার জরুরি সেবা কার্যালয় জানায়, দুই হাজারের বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আরো ২০০ এলাকাবাসীকে ঘরবাড়ি ছাড়তে সতর্ক করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই সিসকিউ কাউন্টির বাসিন্দা।

সিসকিউ কাউন্টির শেরিফ এক টুইট বার্তায় বলেন, ‘প্রয়োজন পড়লে আশপাশের মানুষজনকে ঘরবাড়ি ছাড়তে প্রস্তুত থাকা উচিত। দয়া করে বাড়ি ছাড়তে দ্বিধা করবেন না। ’

জাতীয় দাবানল সমন্বয় সংস্থা বলছে, রবিবার পর্যন্ত আগুন নেভাতে প্রায় ৬৫০ জন মানুষ কাজ করছিল। আগুন নেভাতে পার্শ্ববর্তী অরেগন অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পাঠায় কর্তৃপক্ষ।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি