ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ওয়াশিংটনে গুলিতে নিহত ১, আহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২ আগস্ট ২০২২ | আপডেট: ১২:৫৫, ২ আগস্ট ২০২২

ওয়াশিংটন ডিসির উত্তর-পূর্বাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গুলিতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১ আগস্ট) গভীর রাতে আজিজ বেটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে এফ স্ট্রিট নর্থ ইস্টের ১৫০০ ব্লকে এই গুলির ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে পুলিশ প্রধান রবার্ট জে কন্টি বলেছেন যে, “পাঁচজন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।”

কন্টি আরও জানান, গোলাগুলির কারণ জানা সম্ভব হয়নি এবং ঘটনায় জড়িতরা একে অপরকে চিনত কিনা পুলিশ তাও নিশ্চিত হতে পারেনি। 

তবে এই পুলিশ কর্মকর্তার ধারনা, গুলি চালানোর সময় এলাকায় অনেক মানুষের উপস্থিতি ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

ঘটনাস্থলটি ক্যাপিটল হিলের উত্তর-পূর্ব প্রান্তের কাছে কিংম্যান পার্কের আশপাশে। 

অ্যাম্বুলেন্স করে হতাহতদের নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজনের মধ্যে একজন প্রতিবেশী জানান, তিনি কমপক্ষে ১৫টি গুলির শব্দ শুনেছেন।

সূত্র: এএনআই

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি