ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করাচিতে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ৩ আগস্ট ২০২২

পাকিস্তানের করাচিতে বোমা হামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
  
বুধবার (৩ আগস্ট) করাচির গার্ডেন এলাকায় পুলিশ সদর দফতরের ভেতর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণ ঘটে, এতে কনস্টেবল সাবির ও শাহজাদ নিহত হন এবং ডিপোর ইনচার্জ এসআই সাঈদ আহত হন।

কর্মকর্তারা আরও জানান, ঘটনার সত্যতা জানতে তদন্ত চলছে। আলামত সংগ্রহের জন্য বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়েছে।

তবে এটি পরিকল্পিত নাকী দুর্ঘটনা সেই বিষয়ে এখনও কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্রঃ দ্য নিউজ 
আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি