ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

শ্রীলঙ্কার পাশে থাকায় মোদীকে ধন্যবাদ বিক্রমাসিংহের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ৪ আগস্ট ২০২২

শ্রীলঙ্কার চরম বিপদের দিনে পাশে থাকার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

বুধবার (৩ আগস্ট) সাত দিন স্থগিত থাকার পরে পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে। সেখানেই এই কথা বলেন বিক্রমাসিংহে।

তিনি জানিয়েছেন, গত এক দশকে এমন দিন দেখেনি শ্রীলঙ্কা। এই দুঃসময়ে ভারতের পাঠানো আর্থিক সাহায্য শ্বাসবায়ু জুগিয়েছে তার দেশকে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের দেশের অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করতে পড়শি দেশ ভারত যে ভাবে সহযোগিতা করেছে, তা আমি বিশেষ ভাবে উল্লেখ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার আমাদের অক্সিজেন দিয়েছে। আমার পক্ষ থেকে ও আমার দেশের মানুষের পক্ষ থেকে ওর প্রতি শ্রদ্ধা রইল। ভারতের মানুষের প্রতি শ্রদ্ধা রইল।”

এ’সময় চরম অর্থনৈতিক সংকট থেকে সৃষ্ট সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের পথ তাদের খুজতে হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে। 

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি