ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চীনের মহড়ায় তাইওয়ানের অর্ধশতাধিক ফ্লাইট বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৪ আগস্ট ২০২২ | আপডেট: ১৫:০৯, ৪ আগস্ট ২০২২

তাইওয়ানের চারপাশে চরম সামরিক মহড়া শুরু করেছে চীন। এমন পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে তাইওয়ানের একটি বিমানবন্দরের ৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তাইওয়ানের তাওইউয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার চীনের লাইভ-ফায়ার মহড়ার কারণে বৃহস্পতিবার ৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এরমধ্যে ২৬টি তাইওয়ানে আসার কথা ছিল বিভিন্ন গন্তব্য থেকে। আর ২৫টি ফ্লাইট তাওইওয়ান বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানায়, কোরিয়ান এয়ার ইনচেওন থেকে তাইওয়ানে শুক্র ও শনিবার ফ্লাইট বাতিল করেছে। অপরদিকে এশিয়ানা এয়ারলাইন্স তাইওয়ানে শুক্রবার সরাসরি ফ্লাইট বাতিল করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে।

তাইওয়ানে পেলোসির সফরকে কেন্দ্র করে ব্যাপক ক্ষুব্ধ চীন। ইতোমধ্যে দ্বীপটি থেকে ফল ও মাছ আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়েছে সামরিক মহড়া যা চলবে আগামী রোববার পর্যন্ত।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি