ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পেলোসির বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ৫ আগস্ট ২০২২

তাইওয়ান সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। শুক্রবার এই ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএফপির।

পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, পেলোসি তার এ সফরের মধ্যদিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে গভীরভাবে হস্তক্ষেপ করেছেন এবং চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ড-গত ঐক্যের চরম ক্ষতিসাধন করেছেন। এ কারণে চীন পেলোসি ও তার একেবারে নিকট আত্মীয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।

এশিয়া সফরের শেষ পর্যায়ে বর্তমানে জাপানে রয়েছেন পেলোসি। সেখানে তার এক বক্তব্যে বলেন, তাইওয়ানকে বিচ্ছিন্ন করে ফেলার সুযোগ চীনকে দেবে না যুক্তরাষ্ট্র।

এর আগে গত মঙ্গলবার রাতে তাইওয়ানে পৌঁছান পেলোসি। পেলোসির এই সফর ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। এ জন্য ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল চীন।

পেলোসির সফরের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে সামরিক মহড়া শুরু করেছে চীন। আগামী রোববার দুপুর নাগাদ চীনের ছয়টি অঞ্চলে এই মহড়া চলবে। এতে দৃশ্যত অবরুদ্ধ হয়ে পড়েছে তাইওয়ান।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি