ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বুরকিনা ফাসোয় ভয়াবহ হামলায় ১২ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের ভয়াবহ হামলায় তিন সৈন্য ও নয়জন বেসামরিক সহায়ক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় ও নিরাপত্তা সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

নিরাপত্তা সূত্র ও সহায়ক বাহিনী ভিডিপি’র এক কর্মকর্তা শুক্রবার জানান, সাহেল রাজ্যের বুর্জাঙ্গা জেলায় বৃহস্পতিবার চালানো দুই হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

স্থলবেষ্টিত সাহেল রাজ্যটিতে সাত বছর বয়সীরা পর্যন্ত জঙ্গি বিদ্রোহিদের সঙ্গে লড়াই করছে। যার ফলে হাজার হাজার লোক প্রাণ দিয়েছে এবং প্রায় দুই মিলিয়ন মানুষকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হতে হয়েছে।

সরকারি পরিসংখ্যান বলছে, দেশটির ৪০ শতাংশেরও বেশি অঞ্চল এখন আর সরকারের নিয়ন্ত্রণে নেই।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি