গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪
প্রকাশিত : ১৮:৪৪, ৮ আগস্ট ২০২২ | আপডেট: ১৯:৪৯, ৮ আগস্ট ২০২২
ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ৩ দিনের ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনের দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৫ জন শিশু। এদিকে অস্ত্রবিরতিতে রাজি হলেও যত দিন প্রয়োজন গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ।
শুক্রবার ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের রকেট হামলার অভিযোগে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। টানা ৩ দিনে একের পর রকেট হামলায় নিহত হয়েছে নারী শিশুসহ বেশ কিছু ফিলিস্তিনি। এছাড়া প্রাণ হারিয়েছেন ইসলামিক জিহাদের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। তিন দিনে আহত হয়েছে প্রায় ৪শ মানুষ।
তবে বেসামরিকদের হত্যার কথা অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি গত তিন দিনে গাজা থেকে কয়েকশ রকেট এবং মর্টার ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে। এতে ২ ইসরায়েলি নিহত এবং কয়েকজন আহতও হয়েছে।
তবে এই সংঘাতে দেখা যায়নি গাজার ক্ষমতাসীন দল হামাসকে। যারা ইসলামিক জিহাদের থেকেও বেশি শক্তিশালী।
এদিকে তিন দিনের সহিংসতার পর মিসরের মধ্যস্থতায় রোববার রাতে যুদ্ধবিরতি কার্যকর করে দুপক্ষ। তবে, শেষ মুহূর্ত পর্যন্ত উভয়পক্ষ হামলা অব্যাহত রাখে। এদিকে যুদ্ধবিরতি চললেও প্রয়োজনে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী।
এদিকে গত তিন দিনের হামলায় মানবিক বিপর্যয় নেমে এসেছে গাজার জনজীবনে। স্থানীয় চিকিৎসকরা বলছেন প্রতি মিনিটে হাসপাতালে ভিড় করছেন আহত ব্যক্তিরা । রোগী বাড়ায় দেখা দিয়েছে শয্যা সংকট।জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটিও বন্ধ করে দেয়ার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।
অন্যদিকে অস্ত্ররিবতিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গাজায় হামলা করায় ইসরায়েলকে করা প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান।
এসবি/
আরও পড়ুন