ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চীনে এবার লকডাউনের মুখে পর্যটন নগরী সানিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ৯ আগস্ট ২০২২

চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের নগরী এবং জনপ্রিয় পর্যটনস্থল সানিয়াতে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন জারি করা হয়েছে। যার ফলে সেখানে থাকা ৮০ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন।

শনিবার (৬ আগস্ট) সানিয়ায় একদিনে ২৬৩ জন মানুষের শরীরে কোভিড সংক্রমণ পজিটিভ নিশ্চিত হওয়ার পরে কর্তৃপক্ষ শহর থেকে সমস্ত ফ্লাইট এবং ট্রেন বাতিল করেছে।

সোমবার এই দ্বীপে ৫০৪ জন মানুষের শরীরে কোভিড সংক্রমণ পজিটিভ নিশ্চিত হওয়া গেলে আশেপাশের বেশ কয়েকটি শহরকে লকডাউনের আওতায় আনা হয়।

প্রাদেশিক রাজধানী হাইকোতে লকডাউন আরোপ করা হয়েছে, যেখানে প্রায় তিন মিলিয়ন জনসংখ্যা। এনিয়ে মোট প্রায় সাত মিলিয়ন মানুষকে খাবার এবং কোভিড পরীক্ষা ছাড়া বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ভ্রমণকারীদের এখন সানিয়া ছাড়ার অনুমতি পেতে হলে সাত দিন ধরে পাঁচটি পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের নগরী এবং জনপ্রিয় পর্যটনস্থল সানিয়াতে কর্তৃপক্ষ এমন এক সময়ে কড়াকড়ি আরোপ করল, যখন পর্যটনের মৌসুম চলছে। এই কড়াকড়ির মধ্যে সুপারমার্কেট-ফার্মেসি খোলা থাকলেও বিনোদনস্থলগুলো বন্ধ রয়েছে।
সূত্র: বিবিসি
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি