ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিতে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ৯ আগস্ট ২০২২

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং এর আশেপাশের অঞ্চলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। যার ফলে ৭ জন মারা গেছেন এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। সেই সঙ্গে এ অতি ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে ঘর-বাড়ি, যানবাহন এবং পাতাল রেল স্টেশন।

সোমবার (৮ আগস্ট) রাতে সিউলের কিছু অংশ, পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইনচিওন এবং জিওংগি প্রদেশ যা সিউলকে ঘিরে রয়েছে এসব এলাকায় প্রতি ঘন্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। 

সিউলের ডংজাক জেলায় প্রতি ঘন্টায় বৃষ্টিপাত এক পর্যায়ে ১৪১.৫ মিমি অতিক্রম করেছে, যা ১৯৪২ সালের পর প্রতি ঘন্টার দিক থেকে সর্বোচ্চ। 

জানা যায়, এই ভারী বর্ষণে সিউলে পাঁচজন মারা গেছেন এবং চারজন নিখোঁজ হয়েছেন। 

অন্যদিকে, গিয়াংগি প্রদেশে দু’জন মারা গেছেন এবং অন্য দু’জন নিখোঁজ রয়েছেন।

রাজধানী সিউলে গৃহহীন হয়ে পড়েছে অন্তত ১০৭টি পরিবার। স্কুলসহ অন্যান্য সরকারি স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছেন তারা।

প্রবল বৃষ্টিতে এসব এলাকার রাস্তাঘাটগুলো নদীতে পরিণত হয়েছে, পার্কগুলোর অবস্থা হয়েছে পুকুরের মতো। সিউল, ইনচিওনসহ বিভিন্ন এলাকার অন্তত আট জায়গার রেললাইন বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। এর ফলে রেলওয়ে ও সাবওয়ের বেশ কয়েকটি শিডিউল স্থগিত করা হয়েছে।

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইউন সুক ইওল কর্তৃপক্ষগুলোকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন এবং সরকারি-বেসরকারি অফিসগুলোকে কর্মীদের কাজের সময় সামঞ্জস্য করতে উৎসাহিত করেছেন। 

তিনি আরও বলেছেন, আকস্মিক বন্যার কারণে গণপরিবহন সুবিধাগুলো ফের চালু করতে কিছুটা সময় লাগতে পারে।
সূত্র: ইয়োনহাপ নিউজ এজেন্সি
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি