ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

চাদে কৃষক-রাখাল সংঘর্ষে নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ১১ আগস্ট ২০২২

পশ্চিম আফ্রিকার দেশ চাদের মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এবার ১৩ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির আঞ্চলিক গভর্ণর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

চাদের মধ্য ও দক্ষিণাঞ্চলে এ দুই সম্প্রদায়ের মধ্যে প্রায় সহিংস ঘটনা ঘটে। সেখানে অনেক মানুষ আত্মরক্ষার্থে অস্ত্র বহন করে থাকেন।

চাদে দেশীয় কৃষকদের বিরুদ্ধে যাযাবর শ্রেণীর আরব রাখালদের ঘোর শত্রুতা লক্ষ্য করা যায়। রাখালরা তাদের পশু চরিয়ে কৃষকদের মাঠের ফসলের ক্ষতি করায় তারা রাখালদের দায়ী করে।

গুয়েরা প্রদেশের গভর্ণর সগুর মহেমাত গালমা বলেন, রাজধানী নজামেনার ৭০০ কিলোমিটার পূর্বে ডিজঙ্গলে এক শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে কৃষক ও রাখালদের মধ্যে মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তিনি জানান, এক পর্যায়ে তারা পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। এতে সেখানে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়।

চাদে এ দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

২০২১ সালের আগস্টে চাদের রাজধানী নজামেনার ২০০ কিলোমিটার পূর্বে ভয়াবহ এক সংঘর্ষে ২২ জন প্রাণ হারান।

এরাগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলে সহিংসতায় ৩৫ জন নিহত হয়।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি