ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

চীনে নতুন এক ভাইরাসে আক্রান্ত ৩৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ১২ আগস্ট ২০২২

চীনের পূর্বাঞ্চলে নতুন একটি ভাইরাস ছড়িয়েছে। এতে এখন পর্যন্ত ৩৫ জন আক্রান্ত হয়েছে। করোনার মতো এই ভাইরাসটিও কোন প্রাণী থেকে ছড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, প্রাণীবাহিত ভাইরাসটির নাম ল্যাংইয়া হেনিপাভাইরাস (লেভি)। এর উপসর্গও জ্বর। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক প্রখ্যাত সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়েছে,  চীনের শানডং এবং হেনান প্রদেশে এখন পর্যন্ত ৩৫ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের অনেকের শরীরে জ্বর, অবসাদ এবং কাশির মত উপসর্গ দেখা গেছে। কিছু লোকের রক্তের কোষের অস্বাভাবিকতা এবং লিভার ও কিডনির কার্যকারিতা ব্যাহত হয়েছে।

তারা সবাই প্রাণীদেহ থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মানুষ থেকে মানুষে লেভি ভাইরাস সংক্রমিত হওয়ার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। গবেষকরা ‌এখন পর্যন্ত ইঁদুরের মতো দেখতে শ্রেউসের দেহে মূলত এই ভাইরাস শনাক্ত করেছেন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি