ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ট্যালকম পাউডার বিক্রি বন্ধ করছে জনসন অ্যান্ড জনসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ১২ আগস্ট ২০২২

আগামী বছর থেকে বিশ্বজুড়ে বাচ্চাদের ট্যালকম পাউডার তৈরি ও বিক্রি বন্ধ করতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসন।যুক্তরাষ্ট্রে বিক্রি বন্ধের দুই বছরেরও বেশি সময় পর এ ঘোষণা দেওয়া হলো। 

জনসন অ্যান্ড জনসনের এ বেবি পাউডারের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছেন নারীরা। তাদের অভিযোগ, এ ট্যালকম পাউডারে অ্যাসবেস্টস থাকে এবং তাদের ডিম্বাশয়ের ক্যান্সারের কারণ হয়।

তবে কোম্পানিটি এ পাউডারের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বলছে, দশকের পর দশক স্বাধীন গবেষণা দেখিয়েছে এ পণ্য ব্যবহারের জন্য নিরাপদ।

কোম্পানিটি এক বিবৃতিতে বলে, ‘বিশ্বব্যাপী পোর্টফোলিও মূল্যায়নের অংশ হিসেবে আমরা কর্নস্টার্চ-ভিত্তিক বেবি পাউডার পোর্টফোলিওতে রূপান্তর করার বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়েছি।’

কোম্পানিটি জানায়, কর্নস্টার্চ-ভিত্তিক বেবি পাউডার ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে।

২০২০ সালে জনসন অ্যান্ড জনসন বলে, তারা যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের ট্যালকম পাউডার বিক্রি বন্ধ করবে। কেননা, মামলার পরিপ্রেক্ষিতে সেখানে তাদের পণ্যের চাহিদা কমে গিয়েছিল।

তখন তারা জানিয়েছিল, তারা যুক্তরাজ্য ও বিশ্বের অন্য দেশে এ পণ্য বিক্রি অব্যাহত রাখবে।

প্রায় ১৩০ বছর ধরে এ বেবি পাউডার বিক্রি করে আসছিল জনসন অ্যান্ড জনসন। যা কোম্পানিটির পরিবার-বান্ধব একটি ভাবমূর্তি তৈরি করেছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি