ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভেন্টিলেটর খোলা হয়েছে, কথা বলছেন রুশদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে ছুরিকাহত হওয়া ঔপন্যাসিক সালমান রুশদির ভেন্টিলেটর খুলে নেওয়া হয়েছে, তিনি এখন কথা বলতে পারছেন বলে জানান তার এজেন্ট ও শাটাকোয়া ইনস্টিটিউটের প্রেসিডেন্ট।

শুক্রবার সকালে এই শাটাকোয়া ইনস্টিটিউটেই ৭৫ বছর বয়সী রুশদি হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে উড়িয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার এজেন্ট অ্যান্ড্রু উইলি মার্কিন গণমাধ্যমকে রুশদির ভেন্টিলেটর খুলে নেওয়া ও কথা বলতে পারার কথা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

আগের দিন শুক্রবার উইলি বলেছিলেন, ‍রুশদির অবস্থা ভালো নয় এবং তিনি এক চোখ হারাতে পারেন।

২৪ বছর বয়সী হাদি মাতারের বিরুদ্ধে অভিযোগ, তিনি দৌড়ে মঞ্চে গিয়ে রুশদির মুখমণ্ডল, ঘাড় ও পেটে অন্তত ১০ বার ছুরি মেরেছেন।

এতে তার এক বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে যায় এবং যকৃত ক্ষতিগ্রস্ত হয় বলে শুক্রবার জানিয়েছিলেন উইলি।

রুশদি এক চোখ হারাতে পারেন বলেও সেসময় আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

ঔপন্যাসিকের সর্বশেষ শারীরিক অবস্থার খবর না মিললেও অনেক লেখক ও বুদ্ধিজীবী তাদের টুইটে ‘রুশদি কথা বলতে পারছেন’ জেনে তাদের স্বস্তির কথা লিখেছেন।

শাটাকোয়া ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মাইকেল হিলও টুইটারে একই খবর দিয়েছেন।

রুশদির ওপর এই হামলাকে মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা হিসেবেই দেখা হচ্ছে। বিশ্বজুড়ে রাজনীতিক, লেখক, সাংস্কৃতিক কর্মীসহ অসংখ্য মানুষ এই হামলার নিন্দা জানিয়েছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি