ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

জনাকীর্ণ আদালতে স্ত্রীকে গলা কেটে হত্যা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ১৪ আগস্ট ২০২২

শিবকুমার ও চিত্রার বিবাহের ছবি

শিবকুমার ও চিত্রার বিবাহের ছবি

জনাকীর্ণ আদালতেই স্ত্রীর গলা কেটে হত্যা করলেন পাষণ্ড স্বামী! ঘটনায় তাজ্জব বিচারক থেকে আদালতে উপস্থিত অন্যানরা। শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল ভারতের কর্নাটক রাজ্যের হাসানের একটি পরিবার আদালত।

কর্নাটক পুলিশ সূত্রে খবর, ৩২ বছর বয়সী শিবকুমার এবং ২৮ বছরের চিত্রার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। দু’পক্ষের আইনজীবীর জেরা শোনার পর মামলার পরবর্তী দিন জানান বিচারক। ঠিক সেই সময়েই ঘটে যায় লোমহর্ষক কাণ্ডটি।

জানা গেছে, শুনানি শেষে আদালতের ওয়াশরুমে গিয়েছিলেন চিত্রা। সেই সময় তার পিছু নেন শিবকুমার। হঠাৎ পকেট থেকে ছুরি বের করে সোজা কোপ বসান স্ত্রীর গলায়। তরুণীর আর্ত চিৎকারে দৌড়ে যান সবাই। রক্তাক্ত অবস্থায় চিত্রাকে তাৎক্ষণিক অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিত্রার উভয় ধমনী কেটে গেছে বলে জানান চিকিৎসকেরা।

অন্যদিকে, শিবকুমারকে বেশ কিছুক্ষণের চেষ্টায় বাগে আনে পুলিশ। তাকে হেফাজতে নেয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, আগে পারিবারিক নির্যাতনের অভিযোগে শিবকুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। সূত্র- আনন্দবাজার।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি